অবসরের প্রাক মুহূর্তে ঘোকসাডাঙা প্রামানিক উচ্চ বিদ্যালয়ে  রক্তদান শিবির আয়োজন করলেন শিক্ষক

মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা প্রামানিক বিদ্যালয়ে অবসরের মুহুর্তে রক্তদানের আয়োজন করে নজির করলেন অংক শিক্ষক শ্রী সাধন কুমার পাল মহাশয়। শনিবার দুপুরে শিক্ষক সাধন কুমার পাল মহাশয়ের অবসরের প্রাক মুহূর্তে ঘোকসাডাঙা প্রামানিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এদিন প্রায় ৩৫ জন রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এবং রক্তদান করেন।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান ছাত্রছাত্রীরা।  কোচবিহার এম জি এন মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে এই রক্ত জমা হবে বলে জানা যায়। এদিন রক্তদান শিবিরের রক্তদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বেশ কিছু শিক্ষকেরা। এদিন অনুষ্ঠিত হওয়া এই শিবিরের বিষয়ে শিক্ষক সাধন কুমার পাল বলেন; বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এখনো ১৮ বছর বয়স হয়নি, আমরা রক্তদান শিবিরের আয়োজন করার মধ্য দিয়ে তাদের বোঝাচ্ছি আগামী দিনের রক্তের প্রয়োজন রয়েছে যাতে তারা রক্ত দিতে এগিয়ে আসে, রক্তদান শিবিরে প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ সকলকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে, আমার ইচ্ছা ছিল বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা, সেটা আজকে হচ্ছে।

প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ  বর্তমান ছাত্র-ছাত্রী এবং অভিভাবক সকলকে একসঙ্গে পেয়ে খুব ভালো লাগছে। পাশাপাশি উদ্যোগকে সাধুবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ কুমার চক্রবর্তী সহ প্রাক্তন প্রধান শিক্ষক পবিত্র কুমার শাহা।