রাজ্য সরকারের তৈরী জমি লুটের আইনের বিরুদ্ধে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ

চা বাগানের জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভুমি হারা হওয়ার আশঙ্কায় বারো লক্ষ আদিবাসী সহ অন্যান্য শ্রমিক পরিবার। রাজ্য সরকারের তৈরী জমি লুটের আইনের বিরুদ্ধে আন্দোলন চা বলয়ে। চা বাগান সহ অন্যান্য ক্ষেত্রের লিজহোল্ড জমিকে ফ্রী হোল্ড করে ঊর্ধ্বসীমা তুলে অন্যান্য ব্যাবসায় রূপান্তর এবং ব্যাবহারের জন্য পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনে যে সংশোধন তার ফলে কার্যত ভূমি হারা হতে হবে কয়েকশো বছর ধরে বংশানুক্রমে চা বাগানে বসবাসকারি আদিবাসী শ্রমিকদের।

বৃহস্পতিবার জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মাটিগাড়া ব্লকের ভূমি ও ভুমি রাজস্ব দপ্তরে জমায়েত হয়ে আন্দোলনকারীরা চা বাগানবাসীদের জমির অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়া সহ রাজ্য সরকারের জমি লুটের আইন বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পরে।

সিপিআইএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বলেন, “দীর্ঘ সময় ধরে এই চা বাগানের শ্রমিকেরা নিজেদের শ্রম দিয়ে একটি শিল্পকে বাঁচিয়ে রেখেছে, আজ রাজ্য সরকার সেই চা বাগানের জমি থেকে তাদের বঞ্চিত করে কর্পোরেট জগতের হাতে জমি লুট করার লাইসেন্স দিয়ে দেবার অনুকূল আইন পাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *