গুয়াহাটিতে টিবি প্রতিরোধ বিষয়ক আলোচনাচক্র

‘উইনিং দ্য ব্যাটল এগেনস্ট টিবি: অ্যাডপ্টিং আ কমিউনিটি-বেসড অ্যাপ্রোচ টু বিহেভিয়র চেঞ্জ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল গুয়াহাটিতে। আসাম সরকারের রাজ্য টিবি সেল ও কেএইচপিটি’র যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনার কেন্দ্রীয় বিষয়বস্তু ছিল টিবি চিকিৎসার ক্ষেত্রে বাধা দূর করা ও এবিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গী গ্রহণের প্রয়োজনীয়তার গুরুত্ত্ব।

গুয়াহাটিতে অনুষ্ঠিত এই আলোচনা সভায় মুখ্য বক্তাদের মধ্যে ছিলেন ডাঃ অভিজিৎ বসু (জয়েন্ট ডিরেক্টর কাম স্টেট টিবি অফিসার, ডিপার্টমেন্ট অফ হেলথ সার্ভিসেস, আসাম) ও ডাঃ ধ্রুবজ্যোতি ডেকা (রিজিওনাল টেকনিকাল লিড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ রেহানা রেগম (প্রোগ্রাম ডিরেক্টর, কেএইচপিটি), প্রসেনজিৎ দাস (স্টেট লিড, ব্রেকিং দ্য ব্যারিয়ার্স, আসাম, কেএইচপিটি), ডাঃ সুকৃতি চৌহান (অ্যাডভোকেসি অ্যান্ড প্রোগ্রাম লিড, কেএইচপিটি) এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ।  আলোচ্য বিষয়ের গুরুত্ত্ব ও এব্যাপারে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ‘হোয়াই মিডিয়া ইজ আ ক্রিটিক্যাল পার্টনার’ শীর্ষক একটি আলোচনার সূত্রধার ছিলেন ডাঃ সুকৃতি চৌহান (অ্যাডভোকেসি অ্যান্ড প্রোগ্রাম লিড, কেএইচপিটি)।

প্রসঙ্গত, এবছরের প্রথমদিকে আসাম সরকার এক ঘোষণায় জানিয়েছিল, ২০১৫ সালে প্রতি লক্ষ মানুষের মধ্যে ২১৭ জনের টিউবারকুলোসিস সংক্রমণ ছিল, কিন্তু ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে তা ৪৪ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ভারতের প্রত্যন্ত এলাকার মানুষের গণস্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে কেএইচপিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *