সরকারের তরফে কমানো হলো কর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। এবার বেদ্যুতিক এবং সিএনজি চালিত গাড়ি নিয়েই বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

ইলেকট্রিক এবং CNG চালিত গাড়ির মালিকদের জন্য আগামী বছর ৩১ মার্চ অবধি করের চাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই সঙ্গেই রেজিস্ট্রেশন ফি ও অতিরিক্ত ট্যাক্সের ক্ষেত্রেও ছাড় পাওয়া যাবে। দূষণ কমাতে এবং পরিবেশের দিকে নজর রেখে রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

সরকারের তরফ থেকে এই ঘোষণা হতেই একদিকে যেমন ইলেকট্রিক এবং CNG চালিত গাড়ির মালিকরা খুশি হয়েছেন, তেমনই ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে। পাশাপাশি যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তাঁদের জন্যেও এটা একটা দারুণ সুযোগ। সব মিলিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের এই এক সিদ্ধান্তে রাজ্যের পরিবহণ ব্যবস্থায় এক নতুন দিক খুলে যাবে।