‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’

টাটা টি শুরু করেছে তাদের ‘জাগো রে’ উদ্যোগের নবতম সংস্করণ – ‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’। বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে টাটা টি’র এই উদ্যোগ। উল্লেখ্য, বিগত বছরগুলিতে টাটা টি’র ‘জাগো রে’ উদ্যোগ সমাজ সচেতনতার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এবং প্রকৃত পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

টাটা টি’র ‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’ প্রচারাভিযানের উদ্দেশ্য হল মানুষকে সচেতনতার বার্তা দেওয়া ও কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের ব্যাপারে যাদের সাহায্য প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে উৎসাহ দেওয়া। ‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’ বার্তার উদ্দেশ্য হল সেইসব মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যারা কীভাবে ভ্যাক্সিন নিতে হবে সেব্যাপারে এখনও তেমন কিছু জানেন না। অনেক সাধারন মানুষ জানেন না কীভাবে ভ্যাক্সিন নিতে হবে বা সেজন্য কেমন করে নাম লেখাতে হবে। এদের মধ্যে রয়েছেন বাড়ির পরিচারিকা, গাড়ির চালক, সিকিউরিটি গার্ড ও বাগানের মালী। ডিজিটাল ডিভাইড, টেকনোলজি ও ভাষাগত সমস্যা এবং উপযুক্ত সচেতনতার অভাবে অনেকের মধ্যেই এখনও ভ্যাক্সিন বিষয়ে নানারকম ভ্রান্ত ধারণা রয়ে গেছে। টাটা টি ‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’ অভিযানের মাধ্যমে সচেতনতার প্রসার ঘটিয়ে এই অবস্থার পরিবর্তন আনতে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *