টাটা স্টাডির ক্যাম্পেন ‘পড়নে কা সহি তরিকা’

টাটা ইন্ডাস্ট্রির টাটা ক্লাসএজ (Tata ClassEdge) তাদের টাটা স্টাডি (TATA STUDi) সংক্রান্ত একটি মার্কেটিং ক্যাম্পেন শুরু করল – ‘পড়নে কা সহি তরিকা’। আফটার-স্কুল লার্নিং অ্যাপ হিসেবে ২০২১-এর প্রথমদিকে টাটা স্টাডি চালু করা হয়েছিল। প্রথম থেকেই টাটা স্টাডি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। এবার টাটা স্টাডি সচেতনতা বৃদ্ধি ও প্রসারের জন্য শুরু করল এক মাল্টিচ্যানেল মার্কেটিং ক্যাম্পেন।

‘পড়নে কা সহি তরিকা’ ক্যাম্পেনে সঠিকভাবে শিক্ষাগ্রহণের গুরুত্ত্বের দিকে নজর দেওয়া হয়েছে। অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে কিভাবে দৃষ্টি রাখবেন সেই বিষয়টি ক্যাম্পেনে স্থান পেয়েছে। পড়ুয়াদের সাফল্যের জন্য অভিভাবকরা নিজেরা যেমন প্রচন্ড চাপ সহ্য করেন তেমনই পড়ুয়াদের ওপরেও চাপ দিতে থাকেন। এই বিষয়টি মাথায় রেখে ‘প্রেসার নহি, প্ল্যান’ চিন্তাধারার জন্ম।  

ক্যাম্পেনে ফিল্মের একটি সিরিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে কিভাবে পরিকল্পিত উপায়ে পড়াশোনা করলে শিক্ষার্থীরা আরও ভালোভাবে তৈরি হতে, দুঃশ্চিন্তা থেকে মুক্ত হতে ও পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *