ব্রহ্মপুত্রের তীরে টাটা স্টারবাকস-এর নতুন স্টোর

আসামের গুয়াহাটিতে এবছরের জানুয়ারি মাসে পদক্ষেপের পর এবার টাটা স্টারবাকস প্রাইভেট লিমিটেড তাদের দ্বিতীয় স্টোর খুলল ব্রহ্মপুত্র নদীর নিকটে। নতুন স্টোরটির ঠিকানা: মহাবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার, ওল্ড ডিসি বাংলো, পানবাজার, গুয়াহাটি। এই স্টোরে গ্রাহকরা স্টারবাকস-এর সিগনেচার এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন।  বর্তমানে ভারতে কোম্পানির স্টোরের সংখ্যা ২৬৩।

এখানে গ্রাহকরা নিজেদের জন্য বেছে নিতে পারবেন অল-টাইম ফেবারিট জাভা চিপ ফ্র্যাপুচিনো, ক্যাফে মোকা, সিগনেচার হট চকোলেট অথবা ক্যারামেল ম্যাকিয়াটো। স্পিং অফারিংস হিসেবে থাকছে হেজেলনাট ডাচ ট্রফল ফ্র্যাপুচিনো, আইসড ভ্যানিলা পোচড হিবিস্কাস টি, কোকা ক্লাউড ম্যাকিয়াটো এবং সল্টেড ক্যারামেল কোল্ড ব্রু। স্টারবাকস এক্সপিরিয়েন্সের মধ্যে থাকে প্রিমিয়াম কোয়ালিটি কফি, হ্যান্ডক্র্যাফটেড বেভারেজ ও নানারকম ফুড অফারিংস। সঙ্গীদের নিয়ে সবকিছু মিলিয়ে তৈরি হয়ে যায় সিগনেচার স্টারবাকস এক্সপিরিয়েন্স।

নতুন স্টোরে স্টারবাকস-এর বিবিধ সামগ্রী ও ফ্রী ওয়াই-ফাই সুবিধা পাওয়া যাবে। এসব ছাড়াও কোম্পানির পক্ষ থেকে চালু করা হচ্ছে ‘মাই স্টারবাকস রিওয়ার্ডস লয়ালটি প্রোগ্রাম’, যার মাধ্যমে সদস্যরা ‘রিওয়ার্ডস’ ও ‘পার্সোনালাইজড বেনিফিট’ পাওয়ার সুযোগ পাবেন। টাটা স্টারবাকস-এর সিইও সুশান্ত দাশ জানান, বছরের প্রথমদিকে গুয়াহাটিতে তারা প্রথম স্টোর স্থাপনের পর থেকে যেরকম সাড়া পেয়েছেন, তাতে তারা অভিভূত। এবার তারা প্রিমিয়াম স্টারবাকস এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন ব্রহ্মপুত্রের তীরে। এখানে গ্রাহকরা কফির পাশাপাশি পারস্পরিক যোগাযোগ স্থাপনের ব্যাপারেও নিজস্ব ক্ষেত্র খুঁজে নিতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *