চলতি অর্থ বছরে ৭১টি পেটেন্টের অনুদান পেয়েছে টাটা

IPR-এর ২০২৩ সালের আর্থিক বছরে ফাইলিং-এ রেকর্ড করেছে টাটা মোটরস। যার মধ্যে রয়েছে ১৫৮টি পেটেন্ট এবং ৭৯টি ডিজাইন। যা টাটা মোটরসকে বাণিজ্যিক এবং যাত্রীবাহী গাড়ি উত্পাদনের ক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান সংখ্যক পেটেন্টের অধিকারী করে তুলেছে।

উল্লেখ্য, অটোমেটিভ ইনড্রাস্ট্রিতে চলতি অর্থ বছরে ৭১টি পেটেন্টের অনুদান পেয়েছে টাটা মোটরস। কয়েক বছর ধরে টাটা মোটরস সফলভাবে অত্যাধুনিক প্রযুক্তি, অনুশীলন এবং প্রক্রিয়াগুলির বিকাশ করছে। যাতে অটোমেটিভ ইনড্রাস্ট্রিতে টাটা মোটরসের বার ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়।


টাটা মোটরসের লক্ষ্য হল গ্রাহকদের নিরাপত্তা কথা মাথায় রেখে দক্ষ, নিরাপদ, কার্বন ফ্রি এবং কম মেইনটেন্সের গাড়ি তৈরি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *