কথা বলা পুতুল নিয়ে জলপাইগুড়িতে সচেতনতা মূলক প্রচারে ধূমকেতু

শীত কালে গ্রামে গঞ্জে পুতুল নাচের আসর আজ ইতিহাস। তবে সেই পুতুল আজও বেঁচে আছে পাপেটট্রির মধ্যে। যাকে সাধারণত বলা হচ্ছে কথা বলা পুতুল। এবার সেই কথা বলা পুতুল নিয়েই জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুল, কলেজ,এবং লোকসমাগম হয় এমন স্থানে বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক বার্তা ছড়িয়ে দিচ্ছেন ধূমকেতু পাপেটট্রি গ্রূপের ডিরেক্টর দিলীপ মন্ডল। জলপাইগুড়িতে এক অনুষ্ঠানের মাঝে এইকথা তিনি জানান।

পুতুল নাচ আজ আর নেই বললেই চলে, তার জায়গায় আজ এই পাপেটট্রি। এই জিনিসটি অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে। ধূমকেতু গ্ৰুপ বাংলার বিভিন্ন প্রান্তে এই কথা বলা পুতুল নিয়ে সমাজের বিভিন্ন বিষয় যেমন, স্বাস্থ্য, শিক্ষা, নিয়ে কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *