আর্থিক সংকটের মাঝেই তালিবানি হামলা পাকিস্তানে

বিগত বেশ কিছুদিন ধরে বারংবার পাকিস্তানের আর্থিক সংকট নিয়ে উঠেছে কথা। খাদ্য শস্য নিয়ে চলছে হানাহানি। লোন দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। মুখ ফিরিয়ে নিয়েছে চিন, আরবের মতো বন্ধু রাষ্ট্রগুলি। এরই মধ্যে পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জঙ্গি হামলা। একের পর এক জঙ্গি হামলায় দিশেহারা পাক প্রশাসন।

জানা যাচ্ছে, শুধুমাত্র পাখতুনখোয়া এলাকায় বিগত তিন মাসে মোট ২৫টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এই হামলায় মোট ১২৫ জন নিরাপত্তারক্ষী মারা গেছে। আহতের সংখ্যা আরও ২১২। এই হত্যাকাণ্ডগুলি অধিকাংশই ঘটিয়েছে পাকিস্তানের তালিবান।

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ক্রমাগত তল্লাশি চালিয়ে যাচ্ছে পাখতুনখোয়া এলাকায়। জানা যাচ্ছে, ওই এলাকায় চিনের এক নাগরিককে অস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, ওই ব্যক্তির কাছে ১৪টি কার্তুজ সহ একটি অবৈধ পিস্তল পাওয়া গেছে। পুলিসের এক মুখপাত্র বলেন, লাক্কি মারওয়াত জেলার সদর পুলিস স্টেশনে জঙ্গিরা হামলায় চালায়। একপর্যায়ে জঙ্গিদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *