টেফ-এর ম্যাসি সার্ভিস উৎসব

ট্রাক্টর্স অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড (টেফ) তাদের মেগা ট্রাক্টর সার্ভিস ক্যাম্পেন ‘ম্যাসি সার্ভিস উৎসব’ শুরু করল। এই ‘ম্যাসি সার্ভিস উৎসব’-এর উদ্দেশ্য তিন সহস্রাধিক ‘হাইলি স্কিল্ড’ ও ‘ওয়েল ট্রেইন্ড’ মেকানিকের তত্ত্বাবধানে ১৫০০টিরও বেশি অথরাইজড ওয়ার্কশপের মাধ্যমে কৃষকদের ট্রাক্টর রক্ষণাবেক্ষণ ও সার্ভিসের ব্যয় হ্রাস করা। ম্যাসি সার্ভিস উৎসব উপলক্ষে পুরনো ট্রাক্টর এক্সচেঞ্জ করা ও নতুন ম্যাসি ফার্গুসন ট্রাক্টর বুকিং করা যাবে। উৎসবের মরশুমে এই উদ্যোগের মাধ্যমে ১০ লক্ষেরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানো যাবে বলে আশা করছে টেফ (TAFE)।

টেফ-এর ম্যাসি সার্ভিস উৎসব চলাকালীন প্রত্যেক ট্রাক্টর মালিক আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টের সুবিধা পাবেন। গ্রাহকরা টেলি-কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ ও সোস্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে অথরাইজড ডিলারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের জন্য গ্রামীণ সেবা শিবিরের ব্যবস্থা থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *