শেয়ার বাজারে নাম লেখাতে চলছে সুইগি

জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি সুইগি এবার শেয়ার বাজারে নাম লেখাতে যাচ্ছে। আর তাই নিয়ম অনুযায়ী ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও আনছে এই কোম্পানি। সুইগির আইপিওতে কবে থেকে আবেদন করা যাবে? স্টক প্রতি কত টাকা চার্জ করা হয়েছে? জেনে নিন।

নিয়ম অনুসারে, আইপিও আনতে হলে শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা সেবির কাছে আবেদন করতে হবে। সুইগি ইতিমধ্যে তা করে ফেলেছে। অনলাইন খাদ্য সরবরাহকারী একটি আইপিওর মাধ্যমে ৩ হাজার ৭৫০ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছে। বিদ্যমান বিনিয়োগকারীদের জন্য ১৮ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ২৬৫টি শেয়ার বিক্রির জন্য দেওয়া হবে বলে জানা গেছে।

বেঙ্গালুরু-ভিত্তিক অনলাইন ফুড ডেলিভারি সংস্থাটি সেবির কাছে ফাইলিং খসড়ায় বলেছে যে এক্সেল ইন্ডিয়া এবং টেনসেন্ট ইউরোপ সহ বিদ্যমান শেয়ারহোল্ডাররা প্রায় ১৮.৫৩ কোটি শেয়ার বিক্রি করবে। এই কোম্পানির প্রধান শেয়ারহোল্ডারদের তালিকায় রয়েছে সফটব্যাঙ্কের নাম। যা ওলা ইলেকট্রিক, ফার্স্টক্রাই এবং ইউনিকমার্সের সাম্প্রতিক আইপিওগুলিকে পুঁজি করে যা বিক্রয়ের অফারে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে, সফট ব্যাংক সুইগিতে তার অংশীদারিত্ব বজায় রাখবে বলে জানা গেছে।

সুইগির আইপিওতে শেয়ার বিক্রি করা বেসরকারি বিনিয়োগকারীরা হলেন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা লক্ষ্মী নন্দন রেড্ডি ওবুল, রামকো সিস্টেমের চেয়ারম্যান ভেঙ্কেত্রমা রাজা, প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা রাহুল জাইমিনি, অ-নির্বাহী পরিচালক সামিনা হামিদ এবং সহ-প্রতিষ্ঠাতা শ্রীহর্ষ মাজেতি।

ফুড ডেলিভারি কোম্পানির আইপিওর প্রাইস ব্যান্ড এবং লট সাইজ এখনও ঘোষণা করা হয়নি। সুইগি ২০২৪ সালে ৪৩ শতাংশ লোকসান কমাতে সক্ষম হয়েছে। কোম্পানির প্রধান প্রতিদ্বন্দ্বী আরেকটি অনলাইন ফুড কোম্পানি জ়োম্যাটো শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে। বলাই বাহুল্য, সুইগি সেখানে চলে এলে শেয়ার জগতেও দুই কোম্পানির লড়াই দেখা যাবে।