সুরঞ্জন দের স্বল্পদৈর্ঘ্যর ছবি ‘আনলাকি শার্ট’ ও ‘ফাঁদ’

পরিচালক সুরঞ্জন দে পেশায় সাংবাদিক হলেও কখনো প্যাশন কে ভুলে যান না। তাই সাংবাদিকতার ব্যস্ততার মধ্যেও এই লকডাউনে তৈরি করেছেন দুটি স্বল্পদৈর্ঘ্যর ছবি। প্রথমটি প্রদীপ আচার্যের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে  ছবি ‘আনলাকি শার্ট’। অতিমারির কারণে সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক মন্দা ও নৈরাশ্য তৈরি হয়েছে, তাই প্রতিফলিত হবে এই ছবির মাধ্যমে। এটি মূলত একটি ভালোবাসার গল্প। লকডাউনে দুই প্রেমিক-প্রেমিকার রোজই টেলিফোনে কথা হত। তর্ক, বিতর্ক ও ভালোবাসা সবই ছিল। আনলক পর্বে প্রেমিকা চাইল প্রেমিকের সঙ্গে জরুরি দেখা করতে। সাক্ষাৎপর্বে প্রেমিকের পরনে ছিল সেই শার্ট। আর এই শার্ট নিয়েই ছবির ক্লাইম্যাক্স। অভিনয়ে সুপর্ণা কুমার, ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়, ড. ভানু ভূষণ খাটুয়া, তুহিন শঙ্কর পাল, নীলিমেশ ঘোষ দস্তিদার, কঙ্ক ঘোষ দস্তিদার, আশিস ঘোষ এবং পরিচালক সুরঞ্জন দে স্বয়ং। এই ছবিতে ব্যবহৃৎ হয়েছে একটি রবীন্দ্রসংগীত। গানটি গেয়েছেন সুপর্ণা কুমার।

সুরঞ্জনের দ্বিতীয় ছবি ‘ফাঁদ’। বিপ্লব মজুমদারের ‘অন্ধকারের অবয়ব’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি । চিত্রনাট্য ও সংলাপে ইন্দ্রাণী মুখোপাধ্যায়, সায়ন ঘটক মুখোপাধ্যায়। চিত্রগ্রহণ ও সম্পাদনায় স্যাপলিং চক্রবর্তী। আবহসংগীতে শুভব্রত বিশ্বাস। সুরঞ্জনের আগের দুই ছবি ‘ভালোবাসার চুপকথা’ ও ‘বি কেয়ারফুল’-এর মতো এই ছবি দুটিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলবে, আশাবাদী পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *