সানহার্ট গ্রুপের যৌথ উদ্যোগ

এক যৌথ উদ্যোগের মাধ্যমে সানহার্ট গ্রুপ ও অজন্তা ওরিভা গ্রুপ ভারতের বৃহত্তম ভিট্রিফায়েড টাইলস কারখানা স্থাপন করতে চলেছে। জিএসটি ও ফোরেক্সের মাধ্যমে এই কারখানা দেশের জিডিপি’তেও অবদান রাখবে। এই কারখানা স্থাপনের ফলে ৭৫০ জনেরও বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, সানশাইন টাইলস কোম্পানি প্রাইভেট লিমিটেডের ‘সানহার্ট ব্র্যান্ড’ ভারতের সেরামিক ইন্ডাস্ট্রিতে ষষ্ঠ নতুনতম ব্র্যান্ড। সানহার্ট একনাগাড়ে ৫ বছর ধরে ভারতীয় সেরামিক ইন্ডাস্ট্রির এক নম্বর রপ্তানিকারক এবং দেশের প্রথম ৩-স্টার এক্সপোর্ট হাউস।

যৌথ উদ্যোগ প্রসঙ্গে সানহার্ট গ্রুপের চেয়ারম্যান মি. ভুদারভাই বলেন, মি. জয়সুখভাই ভালোদিয়ার নেতৃত্ত্বাধীন অজন্তা ওরিভা গ্রুপের সঙ্গে তাদের এই যৌথ উদ্যোগ এবং তাদের গুজরাটের সমাখিয়ালির বিশাল কারখানা ভারতের টাইলস ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাসের সূচনা করবে। সানহার্ট গ্রুপ পর্যায়ক্রমে বিনিয়োগ করবে টাইলস, স্যানিটারিওয়্যার ও বাথওয়্যারে। আগামী ৩ বছরে ১০০০ কোটি টাকার ও আগামী ৫ বছরে ১৫০০ কোটি টাকার টার্নওভার অর্জন করাই সানহার্ট গ্রুপের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *