বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বেড়ে চলেছে গরম, বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সঙ্গেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে পাঠানো হয়েছে নির্দেশিকা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রখর গরমের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ সকল কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ক্লাস সাসপেন্ড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ মে অবধি বহাল থাকবে এই সিদ্ধান্ত।
অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিদ্যালয়গুলিতে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গ জুড়ে যে তীব্র তাপপ্রবাহ চলছে সেই কারণে বিদ্যালয়গুলি চাইলে গরমের ছুটি বহাল রাখতে পারে। এমতাবস্থায় যদি বিদ্যালয় কর্তৃপক্ষ চায়, তাহলে অনলাইন ক্লাস করানোর ব্যবস্থাও করতে পারে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।