ধীরে ধীরে মুখ খুলছেন সুজয়কৃষ্ণ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে সম্প্রতি গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। গ্রেফতার হওয়ার পর থেকে লাগাতার তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনছেন ইডির তদন্তকারীরা।

তবে সূত্রের খবর, তদন্তের প্রথম দিকে অসহযোগিতা করলেও এখন আসতে আসতে মুখ খুলতে শুরু করেছেন। ইডি সুজয়বাবুকে জিজ্ঞেস করেন, ‘আপনি মানিক ভট্টাচার্যকে চেনেন?’ এর উত্তরে কাকু বলেন, ‘২০২১ এর আগে চিনতাম না, তারপর থেকে চিনি।’

মোবাইলের একটি চ্যাট হিস্ট্রি দেখানো হয় কাকুকে, যাতে দেখা যাচ্ছে ২০১৮ সালেও মানিকের সঙ্গে তার কথা হয়েছে। এই প্রশ্নের উত্তরে আগে সুজয়কৃষ্ণ বলেছেন, ‘কথা হয়েছিল’। ইডি সূত্রে খবর, ওয়েলথ্ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি ও SD কনসালটেন্সি এই তিন কোম্পানির সঙ্গে নিজের প্রত্যক্ষ-যোগের কথা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন ‘কালীঘাটের কাকু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *