মহানগরীর বুকে পাইপলাইনের কাজের সময় আচমকাই বিপত্তি

আচমকাই দুর্ঘটনা মহানগরীর বুকে। চলছিল পুরসভার পাইপলাইনের কাজ, সেখানে বালি তোলার সময়ই বিপত্তি। আচমকা ধসে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসে। জানা গিয়েছে, মৃতের নাম ছলমন মল্লিক (২২)। যুবক উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা।

বিগত কিছুদিন থেকে ডন বস্কো সার্কেলের সামনে তিন মাথার মোড়ে পাইপ লাইনের কাজ চলছিল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ সুরাবর্দী অ্যাভিনিউয়ে পাইপলাইনের কাজ চলাকালীন ড্রেনেজ লাইনের কাজ করছিলেন ছলমন।

হঠাৎই ধস নামায় মাটির তলায় চাপা পড়েন যুবক। তড়িঘড়ি খবর দেওয়া বেনিয়াপুকুর থানায়। অন্যান্য শ্রমিক ও পুলিশ ছলমনকে উদ্ধারের চেষ্টা করে ঠিকই তবে দশ-বারো ফুট গভীরে চাপা পড়ে যাওয়ায় যুবককে উদ্ধার করা যায়নি। পরে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ছলমনের দেহ। তৎক্ষণাৎ চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত ওই এলাকায় পাইপলাইনের কাজ বন্ধ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *