কালিম্পং জেলার রোম্ভি থানার অন্তর্গত শেতি ঝোরার কাছে বিশাল ভূমিধস হওয়ার কারণে জাতীয় সড়ক-১০ বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে প্রশাসন। জানা গিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাতের ফলে রাস্তার একটি বিশাল অংশে ভূমিধস হয়েছে। জরুরি মেরামতের জন্য জাতীয় সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি স্থানীয়দের ভ্রমণের জন্য রুটটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন। সিকিম থেকে শিলিগুড়ির দিকে যাওয়া ছোট যানবাহনগুলি সুবিধামত রাস্তা ব্যবহার করতে পারে। এদিকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ভারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। এই রাস্তা ফের ঠিক না হওয়া পর্যন্ত সমস্ত যানবাহন ঘুরপথে শিলিগুড়ি চলাচল করবে বলে জানা গিয়েছে। জেলা প্রশাসন বিকল্প রাস্তার কথা জানিয়ে দিয়েছে। জেলা প্রশাসনসূত্রে জানা গিয়েছে, আপাতত সমস্ত গাড়ি সিকিম থেকে কালিম্পং হয়ে ঘুরপথে লাভা, লোলেগাঁও, গরুবাথান ও সেবক করোনেশন ব্রিজ দিয়ে শিলিগুড়ি যাবে। সিকিম থেকে শিলিগুড়ি ভারী গাড়ি কোন পথে এবং কখন যাবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। কালিম্পং টাউন হয়ে লাভা, গরুবাথান রোড হয়ে করোনেশন ব্রিজ ধরে শিলিগুড়ি আসা যাবে।