রাজীব কুমারের আগাম জামিনের মামলা চালু করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

রাজ্য পুলিশের DGP রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে ঝুলে থাকা মামলা যাতে আবারও সুপ্রিম কোর্টে ওঠে, সেটারই  ব্যবস্থা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, সারদাকাণ্ডের সিবিআই তদন্তকে অন্যপথে চালিত করতে রাজীবের বিশেষ ভূমিকা সত্বেও লোকসভা নির্বাচনের আগে তাঁর নিয়োগ কলঙ্কজনক।

শুভেন্দু বলেন, গ্রেফতারির আশঙ্কায় ওই ব্যক্তি আদালতে আগাম জামিনের আবেদন করেন। আর সিবিআই তদন্তের সহযোগিতার শর্তে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যায় সিবিআই। তবে তার পর থেকে আর কোনও শুনানি হয়নি এই মামলার। তিনি জানান রাজীবের বিরুদ্ধে পুরনো মামলা চালুর দাবিতে তিনি প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাবেন।

তিনি এও বলেন যে, এই রকম একজন সন্দেহজনক ব্যক্তিকে ডিজির পদে বসানো অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এর বিরুদ্ধে পালটা জবাব এসেছে তৃণমূলের তরফ থেকেও।শাসকদলের নেতারা জানান যাঁর নাম সিবিআইয়ের এফআইআরে রয়েছে তাঁর মুখে এসব কথা মানায় না, এমনটাই মন্তব্য করেছেন তাঁরা।