মহিষাসুরমর্দিনী রূপে এবারও শুভশ্রী গঙ্গোপাধ্যায়

জি-বাংলায় গত বছরের মতো এ বছরেও মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বুধবার চ্যানেলের তরফ থেকে এবারের মহালয়ার এক ঝলক সামনে আনা হল। এবারের মহালয়ার প্রভাত অনুষ্ঠানের নাম ‘সিংহবাহিনী ত্রিনয়নী’। যেখানে অসুরবধের এক ঝলক দেখানো হয়েছে। প্রথম ঝলকে ‘মাতৃ’রূপে বাজিমাত করলেন অভিনেত্রী। আর সেই প্রসঙ্গে শুভশ্রী বললেন, ‘আমি বরাবরই সাহসী। মা হওয়ার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।

অভিনেত্রী শুভশ্রী-অনুরাগীরা এতে বেজায় খুশি হলেও মায়ের ভূমিকায় নেটপাড়ার একাংশের না-পছন্দ অভিনেত্রীকে। এর আগে সৌমিতৃষা দুর্গা হবেন এই গুঞ্জন শোনা গেলেও তা ঠিক নয়। তাই অনেকে অনেক সমালচনা করছে। একাংশের মত, ‘আরও তো অনেক নায়িকারা ছিল, তাদের সবাইকে বাদ দিয়ে শুভশ্রীকে কেন মা দুর্গা করা হল।

২৫শে সেপ্টেম্বর, রবিবার ভোর ৫টায় সম্প্রচারিত হবে মহালয়া। ২০২০ সালে ছেলে ইউভানের জন্ম দিয়েছেন শুভশ্রী। সেই সময় ওজন বেড়ে যাওয়া নিয়ে তাঁকে সহ্য করতে হয় ট্রোলিং। যদিও খুব জলদিই নিজেকে আগের ফিগারে নিয়ে এসেছেন। প্রথমে ডান্স বাংলা ডান্সের বিচারক হয়ে, তারপর আসে ‘হাবজি-গাবজি’, ‘ধর্মযুদ্ধ’র মতো সিনেমা করে ট্রোলিং থেকে বিরত নেয়। এরপর অভিনেত্রীকে দেখা যাবে ‘বউদি ক্যান্টিন’, ‘ডক্টর বক্সী’-তে। মহালয়ার দেবী দুর্গা রূপে তাঁকে এই নিয়ে ষষ্ঠবার দেখা যাবে। দর্শকের তাকে কতটা পছন্দ হয় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *