স্টাইল্যামের নতুন প্রোডাক্টের রেঞ্জ

ভারতের বাজারে নতুন আন্তর্জাতিক মানের প্রোডাক্ট নিয়ে এলো ডেকোরেটিভ ল্যামিনেটের ক্ষেত্রে বিশ্বের অন্যতম অগ্রণী প্রস্তুতকারক স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদেশের গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে জার্মান টেকনোলজি ব্যবহার করে নির্মিত স্টাইল্যামের এই প্রোডাক্টের রেঞ্জ আনা হয়েছে।

সারফেস সলিউশন সেক্টরের এক দিশারী হিসেবে স্টাইল্যাম নিয়ে এসেছে অভিনব প্রোডাক্ট – ‘টাচ মী’। একথা জানিয়ে স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর মানব গুপ্তা বলেন, এর পেটেন্ট টেকনোলজিতে রয়েছে ‘অ্যান্টি-ফিঙ্গার’ বিশেষত্ত্ব, যার ফলে এই ল্যামিনেট দাগ বা আঙ্গুলের ছাপ থেকে মুক্ত থাকে বছরের পর বছর ধরে। ‘এমএআর রেজিস্ট্যান্স’ ও ‘মিরর-লাইক রিফ্লেকশন’ বিশিষ্ট আরেকটি প্রোডাক্ট হল ‘গ্লস প্রো+’। এটি যেকোনও ‘হাই ট্রাফিক’ এলাকার জন্য একেবারে আদর্শ প্রোডাক্ট।

মানব গুপ্তা আরও জানান, দেশব্যাপী ১০,০০০ আউটলেটের ডিলার নেটওয়ার্ক সম্পন্ন স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজ ২০২৩ সাল নাগাদ একটি ১০০০-কোটির কোম্পানিতে এবং নিজস্ব ক্যাটাগরিতে দেশের অন্যতম টপ-৩ কোম্পানিতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *