গ্রীষ্মের ছুটি হল সেই সময় যখন দেশের ২৫ কোটিরও বেশি পড়ুয়ারা হোমওয়ার্ক এবং পরীক্ষা থেকে মুক্তি পায়। এই ছুটিকে কাজে লাগিয়ে পড়ুয়াদের একঘেমেয়ি রুটিন থেকে মুক্তি দিতে বিনা খরচে দুই মাসের জন্য ‘গুরুশালা সামার ক্যাম্প ২০২৩’ শুরু করেছে Vi ফাউন্ডেশন।
ক্যাম্প চলবে ৩০ জুন পর্যন্ত। ষষ্ঠ থেকে দশম শ্রেনীর পড়ুয়ারা সপ্তাহের তিন দিন সোমবার, বুধবার এবং শুক্রবার ক্যাম্পে অংশ গ্রহণ করতে পারবে। সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পটি পরিচালিত হচ্ছে।
দেশের যে কোন প্রান্তের পড়ুয়ারা গুরুশালা সামার ক্যাম্পে যোগ দিতে পারবে। ক্যাম্পের সেশনের মধ্যে রয়েছে- ‘ডু ইট ইউরসেলফ’ পড়ুয়াদের নিজস্ব দক্ষতা আবিষ্কার করতে পারবে। এছাড়াও রয়েছে থিয়েটার’ সেশন, ফিটনেস উইথ ফান’, ‘স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি’এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ‘আত্মরক্ষা’। যেখানে পড়ুয়ারা ছোট থেকেই নিজেদের আত্মরক্ষার ব্যাপারে সচেতন হয়ে উঠবে।