জলপাইগুড়িতে খারাপ রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করল ছাত্ররা

জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাণিজারহাট এলাকায় রাস্তার মেরামতের জন্য বাণিজারহাট হাইস্কুলের  ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে শামিল হয়।

এদের দাবি দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেল রাস্তা মেরামত হচ্ছে না সে কারণেই আজকে পথ অবরোধে শামিল হয়েছেন। যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে না আসে ততক্ষণ এই পথ অবরোধ চলবে।

এখনো পর্যন্ত প্রশাসনের উচ্চপদস্থ কোন অফিসার আসেনি এখানে এবং পুলিশ প্রশাসনের কেউ আসেনি।