মুখ্যমন্ত্রীর তরফে কড়া বার্তা বাতি লাগানো নিয়ে

গাড়িতে বাতি লাগানো নিয়ে বিতর্ক উঠেছে বেশ কয়েক বার, এবার তার নিষ্পত্তি করলেন মুখ্যমন্ত্রী৷ গাড়িতে লালবাতি, নীলবাতি লাগানো নিয়ে দলের সাংসদ-বিধায়কদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সাফ নির্দেশ, কোনও দলীয় সাংসদ বা বিধায়ক গাড়িতে লালবাতি বা নীলবাতি লাগাতে পারবেন না৷ সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা রক্ষার উপরেও জোর দিয়েছেন তিনি৷ তাঁর কড়া বার্তা, ‘‘একমাস সময় দিলাম। যাঁর যেখানে যা যা বিরোধ আছে সব মিটিয়ে নিন। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে বিবৃতি বরদাস্ত করা হবে না। সবাইকে এক হয়ে চলতে হবে।”

অক্ষয় তৃতীয়ায় বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের উদ্বোধন করা হয়৷ এর পর সেখানে আসেন দলনেত্রী৷ বসেছিল রাজ‌্য কমিটির বৈঠক। ওই বৈঠকেই সাংসদ-বিধায়কদের গাড়িতে বাতি লাগানো প্রসঙ্গ তিনি বলেন, ‘‘আমি আমার গাড়িতে কোনও বাতি লাগাই না। এমএলএ, এমপিরা নিজে থেকে কেউ বাতি লাগাবেন না। কার কী লাগবে, সেটা পুলিশ দেখে নেবে।’’

তিনি আরও বলেন, ‘‘ভাববেন না আমি মুখ‌্যমন্ত্রিত্ব চালাচ্ছি বলে দলের ভিতরের খবর রাখি না। কোথায় কী হচ্ছে, আমি সব খবর রাখি। অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব‌্যবস্থা নিই না। তিন-চারবার ক্রস চেক করি। তারপর ব‌্যবস্থা নিই। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, মানুষের জন‌্য যিনি কাজ করবেন না, তাঁর বিরুদ্ধে দল ব‌্যবস্থা নেবে। আমাদের শৃঙ্খলারক্ষা কমিটি আছে। সেখানে অভিযোগ জানানো যাবে।’’

রাজ্য কমিটির বৈঠকে উপস্থি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সমস্ত দলীয় নেতারা। ওই বৈঠকে অভিষেকের বার্তা বলেন, ‘‘এখন থেকেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিতে হবে। ’১৮ সালের মতো ’২৩-এর ভোট হবে না। ভোট হবে অবাধ ও শান্তিপূর্ণ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমাদের মানুষের কাছে পৌঁছে যেতে হবে।’’ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ, জেলা সভাপতি এবং চেয়ারম‌্যানরা কেউ বাড়িতে বসে দল চালাবেন না। কাজ করার জন্য নির্দিষ্ট পার্টি অফিস রয়েছে। সেখানে যেতে হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *