কড়া নজরদারির নির্দেশ মিললো কলকাতা পুরসভার ভোট নিয়ে

এইমুহুর্তে রাজ্যে কলকাতা পুরসভা ভোট নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি পরিস্থিতি৷ হাইকোর্টের নির্দেশে কলকাতা পুরভোটে প্রতিটি বুথে বসাতে হবে সিসিটিভি৷ আদালতের এই নির্দেশ মানতে গিয়ে দিশেহার অবস্থা রাজ্য নির্বাচন কমিশনের৷ আগামী রবিবার কলকাতা পুরভোট৷ তার আগে সমস্ত বুথে বসিয়ে ফেলতে হবে সিসিটিভি৷ এত অল্প সময়ের মধ্যে এত বড় যজ্ঞ সামাল দিতে দিশেহারা অবস্থা কমিশনের৷ 

প্রাথমিক ভাবে ঠিক ছিল ২৫ শতাংশ বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হবে৷ সেই মতোই প্রস্তুতি নেওয়া হয়েছিল৷ কিন্তু পুরভোট সংক্রান্ত মামলার শুনানির সময় হাইকোর্ট জানায়, প্রতিটি বুথেই সিসিটিভি ক্যামেরা বসাতে হবে৷ আদালতের এই রায় আসতেই পরিকল্পনায় বদল আনতে হয় কমিশনকে৷ 

কমিশন সূত্রে খবর, মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার তথা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে৷ অর্থাৎ রিটার্নিং অফিসার এবং তাঁর দফতরই এই দায়িত্ব সামলাচ্ছেন। কমিশন সূত্রে খবর, কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ১০০ শতাংশ সিসিটিভি ক্যামেরা বসাতে দেড়শোর বেশি সিসিটিভি জোগাড় করতে হবে রিটার্নিং অফিসারকে। অনেক জায়গায় সিসিটিভি মিললেও রয়েছে প্রযুক্তিগত সমস্যা৷ ফলে আদালতের এই নির্দেশ কার্যকর করাটা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাঁদের কাছে৷

এদিকে শুধু সিসিটিভি ক্যামেরা বসালেই হবে না৷ এর জন্য চাই বিদ্যুৎ সংযোগ৷ প্রতিটি বুথে বিদ্যুৎ রয়েছে কিনা, সেটাও নিশ্চিত করতে হবে কমিশনকে৷ কোনও বুথে বিদ্যুৎ না থাকলে সেই ব্যবস্থা করে নিতে হবে৷ তবে শুধু বুথ নয়, হাইকোর্টের নির্দেশ মেনে সিসিটিভি বসাতে হবে স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *