পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও, সময় মতো হয়নি ফল প্রকাশ। দেখতে দেখতে কেটে গিয়েছে ১৩ মাস। ২০২৩ সালের প্রাথমিক টেটের ফলপ্রকাশ এখনও হয়নি। কেন পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে না, এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন একজন পরীক্ষার্থী।
তার প্রেক্ষিতেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিরাট নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বসু জানতে চান, কেন পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে? জবাবে পর্ষদের আইনজীবী বলেন, বর্তমানে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।
সেই জন্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে হওয়া প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না। পর্ষদের আইনজীবীর এহেন দাবির বিরোধিতা করেন মামলাকারী পরীক্ষার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তিনি বলেন, ওবিসি সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে শীর্ষ আদালতের তরফ থেকে ওই মামলায় কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি।