কড়া নির্দেশ সরকারের তরফে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আর জি কর ইস্যুতে দফায় দফায় চলছে প্রতিবাদ-আন্দোলন। চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব হয়েছেন সরকারি কর্মীরাও। প্রতিবাদে সামিল হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মীরা। এই অবস্থায় সরকারি কর্মীদের কড়া হুঁশিয়ারি দিল নবান্ন।

গত শনিবারই একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে ঢিমেতালে কাজ আর নয়। নবান্ন তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে করতে হবে।

বিজ্ঞপ্তিতে নিয়ম মনে করিয়ে আরও বলা হয়েছে অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দিলে তা সার্ভিস রুলের লঙ্ঘন হিসাবেই দেখা হবে। যদিও সরকারি কর্মীদের একাংশের মতে আর জি কর কাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন চলছে তা দমাতেই সরকারি কর্মীদের কাজে জোর দেওয়ার এই বিজ্ঞপ্তি।