বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত কয়েকদিন ধরেই ভুয়ো কাস্ট সার্টিফিকেট ইস্যুতে সরগরম রাজ্য।
এই ইস্যুতে পাহাড় প্রমাণ অভিযোগ জমা পড়ার পর এবার কার্যত নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন।
জানা যাচ্ছে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে বিভাগীয় তদন্ত শুরু করেছে রাজ্যের অনগ্রসর কল্যাণ সম্প্রদায় দফতর৷ তদন্ত শুরু হতেই, উঠে এসেছে খড়গপুর ও ব্যারাকপুরের দু’জন আধিকারিকের নাম। অভিযোগ বিগত দু’বছরে তারা এমন একাধিক ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়ার কাজ করেছেন। ইতিমধ্যেই ইন্সপেক্টর র্যাঙ্কের ওই দুই আধিকারিককে শো-কজ করেছে ব্যাকওয়ার্ড ক্লাস দফতর।