প্রথম ইন্ডি-বেঙ্গলি পপ মিউজিক অ্যালবাম

স্টিফেন ডেজের কন্ঠে ড্রিম পপ, আর-অ্যান্ড-বি, ইলেক্ট্রনিক ও ওয়ার্ল্ড মিউজিক প্রণোদিত সর্বপ্রথম ইন্ডি-বেঙ্গলি পপ অ্যালবাম আসতে চলেছে। একজন মিউজিসিয়ান ও কম্পোজার স্টিফেন ডেজ নতুন যুগের বাংলা মিউজিকে এইসব ঘরানা নিয়ে এসেছেন।

‘ঠিকানা’ মিউজিক ভিডিয়ো ও টাইটেল ট্র্যাক ‘বিদেশী ফড়িং’ পাওয়া যাচ্ছে ‘স্টিফেন ডেজ’ ইউটিউব চ্যানেলে। অ্যাপল মিউজিক, স্পটিফাই, জিওশাওন, অ্যামাজন মিউজিক, হাঙ্গামা ও উইংকের মতো স্ট্রিমিং প্লাটফর্মে ২৩ জুলাই মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম অ্যালবাম বিদেশী ফড়িংয়ে রয়েছে এইসব ট্র্যাক – ঠিকানা, বিদেশী ফড়িং, ন্যাকা কান্না, মাছ, স্বাধীন, রাখতে পারলিনা, তোমার আমি আর নেই, আশার পাহাড় ও সূর্যোদয়। স্টিফেন জানান, এই নয়টি ট্র্যাক শ্রোতাদের নিয়ে যাবে তাদের অম্লমধুর সম্পর্কের বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে। গানগুলিতে ধরা পড়েছে পোস্ট-ব্রেক-আপ সিচুয়েশন – ব্লাইন্ড লাভ থেকে বিট্রেয়াল পর্যন্ত, যার শেষে এসেছে লোনলিনেস, ব্লেম গেমের উপলব্ধি আর সেইসঙ্গে নস্টালজিয়া ও শেষ বিদায় নেওয়া। গানগুলির মাধ্যমে স্টিফেন অসংখ্য তরুণ বাঙালির হৃদয়ে পৌঁছে যেতে চান যারা এখনও কৈশোরে বা কুড়ির নীচের বয়সে রয়েছে এবং সম্পর্কের ক্ষেত্রে অসততা মানতে অপারগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *