উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগে এল অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম। স্টোক পক্ষাঘাতগ্রস্ত রোগী এবং নানা ধরনের বাতে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসায় এই সরঞ্জাম বিশেষ সাহায্য করবে বলে জানিয়েছেন বিভাগের প্রধান পার্থপ্রতিম পান। পাশাপাশি এখানে জন্মগত কারণে রক্তজনিত সমস্যায় নানা ধরনের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন ক্ষেত্রে সমস্যা এ ধরনের জটিল রোগের সমাধান হবে এই অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম এর সাহায্যে।
এদিন হিমোফিলিয়া এবং ইউনিটের উদ্বোধন করেন রাজ্যের জন স্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায়। সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক,প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা সেনগুপ্ত সহ অন্যান্যরা।