ভোটা পূর্ববর্তী পরিস্থিতির জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকা হতে পারে দিল্লিতে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। গতকাল ছিল প্রার্থীদের মনোনয়ন জমা করার অন্তিম দিন। মনোনয়ন পর্বের শুরু থেকেই অবাধ সন্ত্রাস, কোথাও বোমাবাজি কোথাও গুলিবৃষ্টি। এককথায় তাণ্ডব চলেছে রাজ্যজুড়ে। এই ইস্যুতে এবার কড়া পদক্ষেপ।

সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে নোটিস ইস্যু করতে চলেছে এসসি কমিশন। এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন রাজীব সিন্হাকে তলব করা হবে দিল্লিতে। গোটা রাজ্যে প্রায় ২২ শতাংশ তফসিলি জাতির মানুষ রয়েছেন। মনোনয়নের সময় তাদের বেশিরভাগই আক্রান্ত, এই দাবি নিয়েই এবার নির্বাচন কমিশনারকে নোটিস দিতে চলেছে এসসি কমিশনের চেয়ারম্যান।

প্রসঙ্গত, রাজ্যে নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই জেলা-জেলা থেকে উঠে এসেছে অশান্তির খবর। আহত প্রায় একশোর কাছাকাছি। প্রাণও হারিয়েছেন বেশ কয়েকজন। এই নিয়ে গতকালই কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *