মারোয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি শাখা উদ্যোগে শ্রী গুরু নানক পাবলিক স্কুল পেল ওয়াটার কুলার

মাড়োয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি সেবক সাথী শাখার পক্ষ থেকে দেবীডাঙ্গায় অবস্থিত শ্রী গুরু নানক পাবলিক স্কুলের মেয়েদের জন্য স্থায়ী ওয়াটার কুলার স্থাপন করে। জানা গেছে, প্রয়াত নবরতন মাল ঘোষালের স্মৃতিতে লাগানো এই ওয়াটার কুলারের উদ্বোধন করেন সুশীলা দেবী ঘোষাল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাড়োয়ারি যুব মঞ্চ সেবক সাথী শাখার প্রাদেশিক সভাপতি মোহিত আগরওয়াল, প্রাদেশিক সম্পাদক সন্দীপ ঘোষাল, প্রাদেশিক সহ-সভাপতি সুমিত আগরওয়াল, এবং রাজ্য সমন্বয়কারী আশীষ মালাকা।ওয়াটার কুলার স্থাপনের বিষয়ে সহযোগী শাখার সদস্যরা জানান, স্কুলে ন্যূনতম ফি দিয়ে দরিদ্র শিশুদের শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীদের বিশুদ্ধ জলের খুব দরকার ছিল। এরই পরিপ্রেক্ষিতে এখানে ওয়াটার কুলার স্থাপন করা হয়েছে।

সেইসঙ্গে মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি সেবক সাথী শাখার পক্ষ থেকেও স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ এবং খাবারের প্যাকেট বিতরণ করা হয়।এর পাশাপাশি দুইজন শিক্ষার্থীর স্কুল ফি এবং চারজন শিক্ষার্থীর জন্য বইও দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াটার কুলার স্থাপনের জন্য স্কুলের ছাত্রছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষে মারোয়াড়ী যুব মঞ্চ সেবক সাথী শাখা সহ ঘোষাল পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *