নজরদারির কাজ করে গুপ্তচর বেলুন

সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ চিনের উপর নজরদারির ভয়ঙ্কর অভিযোগ তুলল পেন্টাগন৷ তিন-চার দিন ধরেই আমেরিকার আকাশে ঘোরাফেরা করছিল এক রহস্যজনক বেলুন৷ ওয়াশিংটনের দাবি, আকাশ পথে নজরদারি চালানোর জন্য এই বেলুন পাঠিয়েছে চিন৷ অবশেষে শনিবার সেটিকেগুলি করে নামায় পেন্টাগন৷

তবে আমেরিকার অভিযোগ অস্বীকার করে বেজিং-এর পাল্টা হুঁশিয়ারি, আমেরিকা যা করেছে তার ফল ভুগতে হবে। কড়ায়গণ্ডায় চিন এর জবাব দেবে। এই বেলুটি গুপ্তচর বেলুন নয় বলেও দাবি করেছে ড্রাগনের দেশ৷ সামরিক বিশেষজ্ঞরা বলছেন, শত্রু দেশের উপর নজর রাখতে আকাশ পথে বেলুন পাঠানোর ব্যবস্থা আজকের নয়। একশো বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশ তাদের শত্রুদেশের আকাশে বেলুনকে গুপ্তচর করে পাঠাচ্ছে।

প্রথম বিশ্বযুদ্ধে হাইড্রোজেন ভরা বেলুনের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। বেলুনের সব চেয়ে বেশি প্রয়োগ করেছিল আমেরিকাই। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অনেক বেশ আধুনিক হয়েছে নজরদারি বেলুন। ‘স্পাই’ বেলুনে ভরা থাকে হিলিয়াম গ্যাস ও সৌর প্যানেল। এই সৌর প্যানেলই বেলুনকে শক্তি জোগায়। বিমানের থেকেও অনেক বেশি উঁচুতে উড়তে পারে এই নজরদারি বেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *