তীর্থযাত্রীদের জন্য আদর্শ থাকার ব্যবস্থা করবে মেকমাইট্রিপ-এর ‘লাভড বাই ডিভোটীজ’ উদ্যোগ

ভারতে আধ্যাত্মিক পর্যটনের হার দ্রুতগতিতে বেড়ে চলেছে। দেশের তীর্থস্থানগুলি এখন মেকমাইট্রিপ-এর মোট হোটেল বুকিংয়ের ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। তীর্থযাত্রীদের সুবিধার্থে মেকমাইট্রিপ চালু করেছে ‘লাভড বাই ডিভোটীজ’ (Loved by Devotees)। এই উদ্যোগ হল ২৬টি আধ্যাত্মিক গন্তব্যস্থলের ৪৫০টিরও বেশি নির্বাচিত হোটেল ও হোমস্টের সংগ্রহ।

এই বিশেষ ক্যাটাগরিতে হোটেল নির্বাচন করা হয় ছয়টি গুরুত্বপূর্ণ মানদণ্ডের ভিত্তিতে – উপাসনাস্থলের নিকটবর্তীতা, যাতায়াতের সহজলভ্যতা, নিরামিষ রেস্তোরাঁ, পার্কিং সুবিধা, ট্র্যাভেল ডেস্ক সহায়তা, এবং বয়স্কদের জন্য বিশেষ সুবিধা (হুইলচেয়ার, ডক্টর-অন-কল, লিফট, ফার্স্ট-এইড)। শুধুমাত্র ৩.৫ বা তার বেশি রেটিং পাওয়া হোটেলগুলি এই তালিকায় অন্তর্ভুক্ত।

তীর্থযাত্রীরা মেকমাইট্রিপ অ্যাপ ও ওয়েবসাইটে ‘লাভড বাই ডিভোটীজ’ (Loved by Devotees) ট্যাগের মাধ্যমে সহজেই তাদের পছন্দের হোটেল খুঁজে নিতে পারবেন। ভবিষ্যতে আরও গন্তব্যস্থল ও থাকার ব্যবস্থা এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হবে, যাতে আধ্যাত্মিক ভ্রমণ আরও নির্বিঘ্ন হতে পারে।