জল্পনা তুঙ্গে, তবে কি এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছে এলন মাস্ক

এবার নজরে নতুন সংস্থা, ইঙ্গিত মিলছে তেমনই৷ টুইটারের পর্ব মিটিয়ে এবার ময়দানে এলন মাস্ক! নজরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ একের পর এক টুইটে তেমনই ইঙ্গিত দিলেন টেসলা কর্তা৷

বুঝিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ক্লাব কিনতে আগ্রহী তিনি৷ টুইট করলেন মাস্ক৷ সেখান তিনি লেখেন, ‘আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছি। সবাইকে স্বাগত।’ এর পরেই নেটপাড়ায় শোরগোল।

নেটিজেনদের প্রশ্ন, টেসলার মালিক কি এবার তবে ফুটবলে আগ্রহী হয়ে পড়েছেন? যদিও এক ইউজারের প্রশ্নে কয়েক ঘণ্টার মধ্যেই যাবতীয় জল্পনার অবসান৷

ওই টুইটার ইউজার তাঁকে সরাসরি প্রশ্ন করেন, ‘আপনি কি সত্যিই ম্যাঞ্চেস্টার কিনতে চলেছেন?’ উত্তরে মাস্ক লিখেন, ‘না। আসলে অনেক ক্ষণ ধরেই টুইটারে এই মজাটা চলছে। আমি কোনও ফুটবল দল কিনছি না।’

এমনিতেই অপ্রাসঙ্গিক টুইট করার জন্য বিখ্যাত এলন মাস্ক৷ তবে ম্যান ইউ ঘিরে তাঁর টুইট আলাদা করে নজর কেড়েছিল। এর পিছনে ছিল ফুটবল মাঠে তাদের ব্যর্থতা। ইংলন্ডের ফুটবল দল ম্যান ইউয়ের মালিক আমেরিকার গ্লেজার পরিবার৷

কিন্তু, তাদের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। তাঁদের দাবি, গ্লেজার পরিবারের ভ্রান্ত রণনীতি এবং ভুল ফুটবলার নির্বাচনের কারণেই ডুবতে হচ্ছে ক্লাবকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *