সি এ এ লাগু হওয়ায় মতুয়া সমাজের বিশেষ পুজোর আয়োজন জলপাইগুড়িতে

সি এ এ লাগু হতেই, জলপাইগুড়িতে বিশেষ পুজোর আয়োজন মতুয়া সমাজের।জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লী এলাকায় মতুয়া সমাজের মানুষেরা CAA আইন লাগু হওয়ায় আনন্দে মাতোয়ারা। বুধবার সকাল পর্যন্ত দেখা গেলো স্থানীয় হরিচাঁদ মন্দিরে নাম সংকীর্তন ও পুজো। মতুয়া সমাজের মানুষদের দাবি এতদিন পর আমাদের উপর বাংলাদেশী তকমা ঘুচবে।আমরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে আশ্রয় নেওয়ার পর ভারতের নাগরিকত্ব নিলেও বরাবরই পথেঘাটে শুনতে হতো বাংলাদেশী। সেই থেকে মুক্তি পাওয়া গেল। তাই আমরা খুশিতে আত্মহারা।