এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিশ্বের পাশাপাশি এর প্রকোপে নাস্তানাবুদ বাংলাও। এই পরিস্থিতিতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
পুজো কার্নিভালে তাঁর থাকার কথা থাকলেও তিনি থাকতে পারেননি। আসলে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শে তিনি যাননি কার্নিভালে। তবে তাঁর নাচের স্কুলের প্রায় ৩০০ ছাত্রছাত্রী অংশ নিয়েছিল অনুষ্ঠানে। সফলতার সঙ্গে এই অনুষ্ঠান করার জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ সম্মান পাচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়।
খবর মিলেছে, শারীরিক অসুস্থতা নিয়ে যে ভাবে কার্নিভালের জন্য ডোনা গঙ্গোপাধ্যায় নিজের দলকে মহড়া দিয়ে তৈরি করেছেন তার কারণে তিনি পাচ্ছেন বিশেষ সম্মান। এই পুরস্কার তাঁকে দিচ্ছে রাজ্য সরকার। কার্নিভালের দিন ডোনার নাচের দল নজর কেড়েছিল সকলের। সেই কারণেই তাঁর পারদর্শিতা এবং শক্ত মানসিকতাকে সম্মান জানাতে চায় রাজ্য। সেই কারণেই এই সিদ্ধান্ত।