আধুনিক প্রযুক্তির তুলনায় নতুন প্রযুক্তির কোচে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি আগের তুলনায় কমলেও পুরোপুরি এড়ানো যায়নি। ওড়িশার করমণ্ডল এক্সপ্রেস-সহ আরও কয়েকটি দুর্ঘটনায় দেখা গিয়েছে ভিড়ের মধ্যে নানা উপকরণে সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় দিনই আহত হচ্ছেন যাত্রীরা।
গত, শনিবার ঝাড়খণ্ডে পুরুষোত্তম এক্সপ্রেস আচমকা ব্রেক কষায় ট্রেনের মধ্যে আহত হয়ে মৃত্যু ঘটে দুই যাত্রীর এবং এক যাত্রী গুরুতর আঘাত পান।ওই সমস্যা এড়াতেই দেশের সবক’টি রেলের কোচ কারখানাকে বলা হয়েছে, যাত্রীদের সুবিধার্থে কোচের ভিতরে বিভিন্ন উপকরণ বসানোর সময়ে সেগুলির কিনারা যাতে ধারালো না হয় সে দিকে বিশেষ নজর রাখতে হবে।
রেল সূত্রের খবর, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ কারখানা, কপূরথালার রেল কোচ ফ্যাক্টরিতে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে।মালপত্র রাখার জায়গা থেকে শুরু করে উঁচু বার্থে ওঠার রডের সিঁড়ি সব কিছুই বিবেচনা করে দেখা হচ্ছে।