করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন সৌরভ

এবার করোনা নেগেটিভ হলেন মহারাজ। নববর্ষের আগে বছরের শেষদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক ভাবেই খাওয়া দাওয়া করছেন। ইতিমধ্যে তাঁর ওমিক্রন রিপোর্টও এসে গিয়েছে৷ মহারাজের ওমিক্রমন নেগেটিভ এসেছে৷ বাড়িতে নিভৃতবাসে থেকেও তাঁর চিকিৎসা চলতে পারে বলেই জনিয়েছেন চিকিৎসকেরা। তাই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে৷ দ্বিতীয়বার পরীক্ষার রিপোর্টও পজেটিভ আসে৷ কিন্তু তিনি ওমিক্রন আক্রান্ত কিনা, তা জানতে তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয় কল্যাণীতে৷ শুক্রবার সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি৷ তাঁকে ছেড়ে দেওয়া হবে ববে ঠিক করেছেন চিকিৎসকরা৷ এতদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন মহারাজ৷ তাঁর জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছিল৷ 

বৃহস্পতিবার স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছেন সৌরভ৷ রাতে ঠিক মতো ঘুমও হয়েছে তাঁর। বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থার উন্নতিই হয়েছে বলেই মনে করছেন চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হওয়া অবধি বাড়িতে কোভিড বিধিনিষেধ মেনে নিভৃতবাসে থাকতে পারেন সৌরভ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *