সোচের স্টোর খুললো দুর্গাপুরে

দুর্গাপুরে তাদের প্রথম স্টোর উদ্বোধন করল মহিলাদের জন্য ভারতের জনপ্রিয় এথনিক উইয়্যার ব্র্যান্ড সোচ। এখানে হালকা থেকে গাঢ় বিভিন্ন রঙের পোশাকের এক বিস্তৃত সম্ভার রাখা হয়েছে। নতুন স্টোরটির ঠিকানা – রাজ সম্মিলনী মল। ইতিমধ্যেই সোচের আরও দুইটি স্টোর রয়েছে পশ্চিমবঙ্গে। সোচের পণ্যসম্ভার নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় চাহিদা ও প্রবণতার দিকে নজর দেওয়া হয়।

দুর্গাপুরের নতুন স্টোরে যাবতীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে এবং সোচ ব্র্যান্ডের বহু-প্রতীক্ষিত রেড ডট সেলের মাধ্যমে সকল আউটলেটে ও অনলাইনেও পাওয়া যাবে। এই স্টোরে শাড়ি, সালোয়ার স্যুট, কুর্তা, টিউনিক ও ড্রেস মেটেরিয়ালসের উপরে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

দেশে প্রায় ১৬ বছর ধরে ৫৮টি শহরে সোচ উপস্থিত রয়েছে। এই ব্র্যান্ডের স্টোরের সংখ্যা ১৪২ এবং অনলাইন রিটেলের ক্ষেত্রেও সোচের উপস্থিতি লক্ষ্যণীয়। সোচের রিটেল বিক্রয় হয় সেন্ট্রালের শপ-ইন-শপ এবং অনলাইনে নিজস্ব ওয়েবসাইটের (soch.com) মাধ্যমে। এছাড়া সোচের সামগ্রী পাওয়া যায় বিভিন্ন ই-কমার্স পোর্টালের মাধ্যমে – যেমন অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্ট, টাটা ক্লিক, আজিও ও নাইকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *