এক লক্ষেরও বেশি কোভিড যোদ্ধাকে দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার জন্য ও কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি স্বল্পমেয়াদী কোর্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কোর্সের নাম ‘কাস্টমাইজড ক্র্যাশ কোর্স প্রোগ্রাম ফর কোভিড-১৯ ফ্রন্টলাইন ওয়ার্কার্স ইন হেলথকেয়ার’। কোভিড-১৯ বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোর ওপর বাড়তি চাপের সৃষ্টি করেছে, আর সেজন্য দেশে দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজনও বেশি হচ্ছে। এইকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শক্রমে ‘স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ’ (এমএসডিই) মন্ত্রকের উদ্যোগে এক লক্ষাধিক প্রশিক্ষিত ও দক্ষ স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করা হবে, যারা কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াই চালাতে পারবেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, অদূর ভবিষ্যতে করোনা ভাইরাস আবার ফিরে আসতে পারে, সেজন্য স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করা ও অতিরিক্ত দক্ষ কর্মীর প্রয়োজন, যাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই তীব্রতর করা যায়।
এমএসডিই-র পরিকল্পনা অনুযায়ী স্বল্পমেয়াদী ট্রেনিং কোর্সের পর তিন মাসের অন-দ্য-জব ট্রেনিং হবে কোনও স্বাস্থ্যকেন্দ্রে, যেমন প্রাইমারি হেলথ সেন্টার, হাসপাতাল, স্যাম্পল কালেকশন সেন্টার ইত্যাদি। প্রথম পর্যায়ে এই প্রকল্পটি শুরু হবে ২৬টি রাজ্যের ১১১টি ট্রেনিং সেন্টারে। প্রশিক্ষণের পর এক লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হবে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদান কেন্দ্রে।