ডেঙ্গুয়াঝাড় চা বাগান, বেরুবাড়ি সহ জলপাইগুড়ি জেলা জুড়ে মে দিবস পালন করলো সিটু। মঙ্গলবার সকালে দেখা গেলো সিটু কর্মীরা সংগঠনের পতাকা উত্তোলন করে মে দিবস পালন করে। এদিন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চা শ্রমিক থেকে হিমঘর শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির দাবিতে শপথ নেন আন্দোলন জোরদার করার। শ্রমিকদের দাবি কেন্দ্র ও রাজ্য কোন সরকারই শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করেনি।
জলপাইগুড়ি জেলা জুড়ে মে দিবস পালন করলো সিটু
