ঘোষণার পর থেকেই তৎপরতার সাথে এগোচ্ছে বুলেট ট্রেন তৈরির কাজ

ঘোষণার পর থেকেই তৎপরতার সাথে এগোচ্ছে কাজ। বলা বাহুল্য, এই বুলেট ট্রেনকে কেন্দ্র করে উদ্দীপনার শেষ নেই জনসাধারণের মধ্যেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্বপ্নের বুলেট ট্রেন তৈরীর পরিকল্পনায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জাপান। বন্দে ভারত এক্সপ্রেসটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও বুলেট ট্রেন পুরোপুরি ভাবে জাপানি প্রযুক্তির ট্রেন হতে চলেছে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ অথবা ২০২৭ সালেই ভারতের মাটিতে চলবে বুলেট ট্রেন। ভারতের আবহাওয়ার কথা মাথায় রেখেই এই বুলেট ট্রেন তৈরীর কাজ চলছে। সেক্ষেত্রে এই ট্রেনের কোচগুলি গরম ও ধূলোবালির মধ্যেও টিকে থাকতে পারবে বলে মনে করা হচ্ছে। এককথায় বলতে গেলে, E5 সিরিজ শিনকানসেন ট্রেনের কোচগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে।

ভারতের প্রথম বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় ৩২০ কিলোমিটার। ইতিমধ্যেই, ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে বুলেট ট্রেন সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। ভারতের প্রথম বুলেট ট্রেনগুলিতে ১০টি কোচ থাকবে এবং ৬৯০ জন যাত্রী একসঙ্গে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *