শিলিগুড়িতে কিছুদিন ধরেই রেশন কেলেঙ্কারি নিয়ে খুব সমস্যা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ সংবাদে ধারাবাহিকভাবে এই ঘটনার কথা সামনে আসায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।সরকারি ১০০% ভর্তুকিতে রাজ্যবাসীকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে কিন্তু কিছু সেই খাদ্যপণ্য চুরি করে বিক্রি করে কেউ মুনাফা লুটবে এটা বরদাশ্ত করা হবে না। এর পেছনে যত প্রভাবশালীই হোক না কেন তার ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে নেওয়া নন ওয়ার্কার খাতে বরাদ্দ রেশন সামগ্রী চুরি করে সম্পূর্ণটাই খোলাবাজারে বিক্রি হয় বলে অভিযোগ করা হয়েছে। প্রত্যেকটি পরিবারে চাল ,ডাল, আটা মিলিয়ে ৩৫ কেজি করে বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কেরোসিন তেল পায় । কিন্তু কোন কিছুই সরকারের ভর্তুকিতে দেওয়া সামগ্রী তাদের কাছে পৌঁছায় না । পুরোটাই খাদ্য দপ্তরের গুদাম থেকে ডিস্ট্রিবিউটর এর মাধ্যমে সরাসরি খোলা বাজারে চলে যায়। অর্থাৎ একটি পরিবারের বরাদ্দ চুরি করে চক্রটি প্রায় হাজার টাকা মুনাফা করছে।
নন ওয়ার্কার খাতে বরাদ্দ চুরি কাণ্ডের মূল কারিগর বিমল রায় এতটাই প্রভাবশালী যে সবাই সবকিছু জেনেও টু শব্দটিও করে না।রাজ্যে দায়িত্বপ্রাপ্ত খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন , এ ব্যাপারে আমি খবর পেয়েছি। যদি রেশন কেলেঙ্কারি হয়ে থাকে তাহলে তার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।