সুস্থতার জন্য শ্যাম স্টিলের উদ্যোগ, শিলিগুড়িতে আয়োজন করল ‘উইন্টার কার্নিভাল’

বর্তমান পরিস্থিতির কথা ভেবে এবং পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গ্রিন ইনিশিয়েটিভের কথা মাথায় রেখে, ভারতের অন্যতম অগ্রণী টিএমটি বার নির্মাতা শ্যাম স্টিল ৫ ডিসেম্বর শিলিগুড়ির স্থানীয় দাদাভাই স্পোর্টিং ক্লাব ময়দানে আয়োজন করছে ‘উইন্টার কার্নিভালের’।

শিলিগুড়িতে এদিন কার্নিভালের সূচনাপর্বে ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, স্বপন দাস, শ্যাম স্টিলের (মার্কেটিং) জেনারেল ম্যানেজার বিনোদ জৈন, নরেশ চৌধুরি, অজয় চৌধুরি এবং উত্তরবঙ্গ সংবাদের জেনারেল ম্যনেজার প্রলয় কান্তি চক্রবর্তী। কার্নিভালে ছোটোদের জন্য সাইকেল চালনা, বড়দের স্লো সাইক্লিং, ওয়াকাথন, যোগা, কারাটে, এছাড়াও একাধিক প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়েছিল।

শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মনে করে প্রত্যেক নাগরিকের শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আর তাই রাজ্য জুড়ে শ্যাম স্টিল ‘উইন্টার কার্নিভাল’ এর আয়োজন শুরু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা ও সুস্থতার গুরুত্ত্ব অনুধাবনে তাদের সাহায্য করা। শিলিগুড়ির পর এই স্ট্রিট কার্নিভাল হবে বোলপুর,  মেদিনীপুর, কৃষ্ণনগর ও চন্দননগরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *