ফ্লিপকার্টের সোস্যাল কমার্স প্লাটফর্ম ‘শপসি’ ২০২১ সালের জুলাই মাসে লঞ্চের পর থেকে ৬০ শতাংশেরও বেশি বৃদ্ধি ঘটিয়েছে। বর্তমানে, ২৫০এরও বেশি ক্যাটাগরিতে শপসির সেলারের সংখ্যা ২.৫ লক্ষের বেশি। এই প্লাটফর্মের লক্ষ্য – ২০২৩ সালের মধ্যে ২৫ মিলিয়ন ‘অনলাইন এন্টারপ্রিনার’কে অন্তর্ভুক্ত করা।
শপসি’র লক্ষ্য হল আস্থা-সহ সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের ‘কোয়ালিটি’ ও ‘এনগেজিং প্রোডাক্ট’ প্রদান করা। একটি সরল সোস্যাল মিডিয়া ইন্টারফেসের মাধ্যমে শপসি গ্রাহকদের বিশ্বাসভাজন হয়ে তাদের অনলাইনে কেনাকাটার অসাচ্ছন্দ্য দূর করতে সক্ষম হয়েছে। শপসি প্লাটফর্ম ব্যবহারকারীরা ফ্লিপকার্ট সেলারদের ১৫০ মিলিয়নেরও অধিক প্রোডাক্টের ক্যাটালগ শেয়ার করতে পারেন সোস্যাল মিডিয়া ও কমিউনিকেশন অ্যাপে। এছাড়া, শপসি এই প্রথম একটি অ্যাড ক্যাম্পেন শুরু করেছে – ‘ইট হ্যাপেনস ওনলি অন শপসি’, যাতে অংশ নিয়েছেন বলিউডের সারা আলি খান ও আয়েষা রাজা মির্জা। ই-কমার্স শপারদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলাই এই অ্যাডের উদ্দেশ্য।
শপসি প্লাটফর্মে গ্রাহকদের সংখ্যা বিগত কয়েকমাস ধরে ক্রমেই বেড়ে চলেছে। ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে টিয়ার-২ ও তদূর্দ্ধ শহরগুলিতে শপসি’র গ্রাহকভিত্তি ৮০ শতাংশ বেড়েছে। তাছাড়া, নতুন টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে শপসি’র প্রসারণ ঘটায় গ্রাহকদের সামনে ডিজিটাল কমার্সের দিগন্ত আরও স্পষ্ট হয়ে উঠছে।