‘বেস্ট অব ইউজার্স চয়েস অ্যাওয়ার্ড’ পেল শপসি অ্যাপ

‘গুগল প্লে বেস্ট অব ইউজার্স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে নিল ‘শপসি বাই ফ্লিপকার্ট’। দেশের অ্যাপ ব্যবহারকারীদের ভোটে জয়ী হল শপসি অ্যাপ।

২০২১ সালের জুলাই মাসে বাজেট-ফ্রেন্ডলি প্রোডাক্ট সন্ধানী গ্রাহকদের জন্য অনলাইন শপিংকে আরও সহজ ও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে লঞ্চ করা হয়েছিল শপসি অ্যাপ। বর্তমানে এই প্লাটফর্মে ৮ শতাধিক ক্যাটাগরিতে ১৫ মিলিয়ন প্রোডাক্ট কেনাকাটা করা যায়। ২০২২-এর সেপ্টেম্বরে এই প্লাটফর্ম ১০০ মিলিয়ন ইউজার্সের মাইলস্টোন অতিক্রম করেছে। ফ্লিপকার্টের ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ সেল চলাকালীন শপসি ছয় গুণ বৃদ্ধির রেকর্ড করেছে। শুধু গ্রাহক নয়, বিক্রেতাদের কাছেও শপসি জনপ্রিয় হয়ে উঠেছে।

ফ্লিপকার্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড- নিউ বিজনেসেস, আদর্শ মেনন জানান, শপসি অ্যাপ ‘গুগল প্লে বেস্ট অব ইউজার্স চয়েস অ্যাওয়ার্ড’ জয় করায় তারা গর্বিত বোধ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *