মর্মান্তিক ঘটনা, জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান

মর্মান্তিক ঘটনা, সোয়াট প্রদেশে সন্ত্রাস দমন দফতরে দু’টি ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। পাক পুলিসের অনুমান, সম্ভবত ‘শর্ট সার্কিট থেকে আগুন লেগেই এই বিস্ফোরণ ঘটেছে। এই দুর্ঘটনায় ৫০-এর ও বেশি মানুষ আহত হয়েছেন।

মৃতদের অধিকাংশই পুলিস আধিকারিক। খাইবার পাখতুনখাওয়ার প্রশাসনিক সূত্রে খবর, এই বিস্ফোরণ যে জঙ্গি হামলার ফলে ঘটেছে এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। সম্প্রতি পাক তালিবানরা বারবার এই অঞ্চলে জঙ্গি হামলা চালিয়েছে। তাই প্রাথমিক ভাবে সেই সম্ভাবনার কথা মনে হলেও পরে কিন্তু শর্ট সার্কিটের তত্ত্বের দিকেও জোর দিতে দেখা গিয়েছে পুলিসকে।

বিস্ফোরণের তীব্রতায় বাড়িটি প্রায় গুঁড়িয়ে গিয়েছে। এই দুর্ঘটনার পিছনে ওই দফতরের দায়িত্বে থাকা কর্মচারীদের দিকেই আঙুল তুলছে প্রশাসন। তবে পুলিস তদন্ত চালিয়ে যাবে বলে জানা যাচ্ছে। ২০০৯ সালের আগে এই প্রদেশের ক্ষমতা জঙ্গিদের হাতেই ছিল। কিন্তু পরবর্তী সময়ে এই অঞ্চলকে জঙ্গিমুক্ত করতে সমর্থ হয় পাক প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *