বিতর্কের জবাব দিলেন শতাব্দী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু করেছে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। তার কাজেই বীরভূমে এই কর্মসূচির কাজে যান সাংসদ শতাব্দী রায়। কিন্তু, ‘না খেয়ে’ শুধু পোজ দিয়েই উঠে গিয়েছিলেন সাংসদ শতাব্দী রায়৷ যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বললেন, ‘‘সাংবাদিকদের পোজ দিতে গিয়ে আমার বদনাম হল।’’

‘দিদির দূত’ প্রকল্পের কর্মসূচি নিয়ে রামপুরহাটে গিয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সেখানে একটি বাড়ির উঠোনে খাবারের থালার সামনে বসে রয়েছেন তিনি৷ কিন্তু, তিনি খানননি, উঠে যান পোজ দিয়ে৷ এই ঘটনায় খড়্গহস্ত বিজেপি-সহ বিরোধীরা৷ তীব্র সমালোচনা করে তাদের বক্তব্য, শতাব্দী নাটক করতে গিয়েছিলেন।

এদিন অভিনেত্রী সাংসদ বলেন, ‘‘এই ঘটনার আগে আমি ওই বাড়িতে বসেই খেয়েছি। যখন খেয়েছি তখন সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন না। তাঁরা অন্য একটা জায়গায় বসে খাচ্ছিলেন। আমি যখন হাত ধুয়ে বেড়িয়ে যাচ্ছি তখন সাংবাদিক ও আইপ্যাকের লোকেরা আমায় বলেন, দিদি, ছবিটা হয়নি, আর একবার একটু বসুন না।’ তাঁর কথায়, ‘১৪ বছর ধরে আমি সাংসদ। কর্মীদের বাড়িতেই খাই। এটা আমার কাছে নতুন কিছু নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *