বাতিল হলো বেশ কিছু ট্রেন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আগামী কয়েক দিনে বেশ কয়েকটি রুটে কিছু ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। সংস্কারের কাজে প্রায়শই রেলকে ট্রেন বাতিলের পদক্ষেপ গ্রহণ করতে হয়।

* ট্রেন নম্বর ১২৩৫৫ অর্চনা এক্সপ্রেস ৮, ১১, ১৫, ১৮, ২২, ২৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ১২৩৫৬ অর্চনা এক্সপ্রেস ৫,৯,১২,১৬,১৯,২৩,২৫ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ২২৩১৭ শিয়ালদহ-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস আগামী ২৫ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ২২৩১৮ জম্মু তাওয়াই শিয়ালদহ হামসফর এক্সপ্রেস আগামী ২৬ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ১৫৬৫৫ কামাখ্যা-মাতা বৈষ্ণো দেবী কাটরা এক্সপ্রেস ৯, ১৬, ২৩ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে
* ট্রেন নম্বর ১৫৬৫৬ মাতা বৈষ্ণো দেবী কাটরা-কামাখ্যা এক্সপ্রেস ৫,১২, ১৯, ২৬ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
*ট্রেন নম্বর ১২৪৬৯ কানপুর-জম্মু এক্সপ্রেস ৫, ৭, ১২, ১৪, ১৯, ২১, ২৬, ২৮ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
* ট্রেন নম্বর ১২৪৭০ জম্মু-কানপুর এক্সপ্রেস ৬, ১১, ১৩, ১৮, ২০, ২৫, ২৭ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।